আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের লক্ষ্যে জনমত গঠনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপি। গত তিন দিনে উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, সড়ক ও গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণকালে ইউনিয়ন বিএনপির নেতাদের সহযোগিতা করে যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদল, তৃণমূল দল ও মহিলাদলের নেতাকর্মীরা। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। ভোট বর্জনের আহবানে বিতরণ করা লিফলেট উল্লেখ করা হয়, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্র ছলে বলে কৌশলে হত্যা করে ১৫ বছর ধরে ক্ষমতাসীন আ’লীগ সরকার সীমাহীন দুর্নীতি, নির্যাতন ও অপশাসন চালিয়ে বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিরোধী মত দমনের জন্য গুম, খুন, গায়েবী মামলাকে হাতিয়ার বানিয়ে দেশে এক নিকৃষ্ট স্বৈরশাসন কায়েম করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ভোট লাগে না বলে এই সরকারের কাছে জনগণের আশা, আকাঙ্খা প্রয়োজন কিংবা অসুন্তুষ্টির কোন মূল্য নেই। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সমাজের কিছু দুর্নীতিগ্রস্ত ধনী, আমলা, পুলিশ এবং নেতাকর্মী দিয়ে জনগণের ন্যায় সঙ্গত আন্দোলন দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এরা দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। আর দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ক্ষমতাসীনদের অত্যাচার-চাঁদাবাজির শিকার হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। দেশের পুঁজিবাজার, ব্যাংক, বীমা-এমনকি কেন্দ্রীয় থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি ও অপচয় করা হয়েছে। এজন্য সরকারের বিরুদ্ধে জনমত গড়তে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিরোধীদলগুলো। সোমবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম ও উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে আমরা পুরো উপজেলায় ভোট বর্জনের আহবানে লিফলেট বিতরণ করেছি। সাধারণ ভোটাররা আমাদের আহবানে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যাবে না’।