গত ডিসেম্বর ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)- এ ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীনের স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবক এবং ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আ ন ম শামসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উপদেষ্টা, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা জনাব সাইফুল আলম খান মিলন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা অ ল উত্তর এর তদারককারী প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি এবং রংপুর অ ল তদারককারী প্রকৌশলী আবদুছ ছাত্তার শাহ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গীর।
প্রধান অতিথি তার বক্তব্যে ডিপ্লোমা প্রকৌশলীদের সততা ও যোগ্যতার সাথে দূর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার উদাত্ত আহ¦ান জানান। তিনি প্রকৌশলীদের কুরআন-সুন্নাহর আলোকে ব্যাক্তিগত জীবন গঠন, সহকর্মী এবং পলিটেকনিক থেকে পাশকৃত প্রকৌশলীদের মাঝে দাওয়াতী কাজ করে তাদেরকে আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মার্ণের কাজে ঐক্যবদ্ধ করার ব্যাপারে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান।বিশেষ অতিথি জনাব সাইফুল আলম খান মিলন একটি আদর্শবাদী সংগঠন প্রতিষ্ঠার কাজে ফোরামের যেসকল নেতৃবৃন্দ অগ্রনী ভূমিকা পালন করেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন বিগত ২৬ বছরে ফোরাম নেতৃবৃন্দ যতটুকু কাজ করেছেন তা আশাব্যঞ্জক নয় বরং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে এ কাজে নিজেদেরকে আরও বেশী সম্পৃক্ত করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীগণ দক্ষতা ও যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে।
এর আগে উদ্বোধনী বক্তব্যে ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন উপস্থিত সকলকে ফোরামের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) গঠনের প্রেক্ষাপট তুলে ধরে যারা এই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। যারা ইতোমধ্যে দুনিয়ার জীবন শেষ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং কষ্ট করে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে সাবেক সংসদ সদস্য বিশিষ্ট সমাজসেবক জনাব আ ন ম শামসুল ইসলাম এবং বিশেষ অতিথি ফোরামের উপদেষ্টা জনাব সাইফুল আলম খান মিলন অংশগ্রহণ করায় তাদেরকে ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।