বছর শেষে আন্তর্জাতিক বিনোদন জগতে দুঃসংবাদ। বিখ্যাত হলিউড অভিনেতা টম উইলকিনসন আর নেই। ‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘মিচেল ক্লেটনে’র মতো বিখ্যাত ছবির এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। টমের এজেন্ট একটি বিবৃতি প্রকাশ করে তার প্রয়াণ সংবাদ জানিয়েছেন। শনিবার নিজের বাড়িতেই আকস্মিক মৃত্যু হয় তার। কিন্তু এ সম্পর্কে কোনও বিস্তারিত জানা যায়নি।
১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টমের। সত্তর দশকে ‘রয়্যাল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্টে’ যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে বহু টিভি ড্রামা এবং ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্য়ান বিগিনসে’র মতো নানা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে টম সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছিলেন ১৯৯৭ সালের কমেডি ছবি ‘দ্য ফুল মন্টি’তে।
২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ ছবির জন্য অস্কারে সেরা অভিনেতার নমিনেশন পেয়েছিলেন তিনি। পরে ২০০৭ সালে ‘মিচেল ক্লেটন’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার নমিনেশনও পান টম। ২০০৯ সালে গোল্ডেন গ্লোব জিতেছিলেন তিনি। ২০০৮ সালে এমি অ্যাওয়ার্ড পান এইচবিও সিরিজ ‘জন অ্যাডামসে’র বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন চরিত্রের জন্য।