বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

গৌরীপুর সাংবাদিক মোতালিব বিন আয়েতের স্মরণ সভা ও ১ম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিন্টু দেবনাথ (গৌরীপুর) ময়মনসিংহ
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোতালিব বিন আয়েত এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (২২ জানুয়ারি/২৪) রাতে গৌরীপুর ধান মহালে অবস্থিত ক্রিয়েটিভ এসোসিয়েশনের সভা কক্ষে গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন সরকার সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন। বক্তব্য রাখেন গৌরীপুর টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সাবেক সুপারিনটেনডেন্ট মো. আলী জিল্লাহ, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক পলাশ মাজহার, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, হুমায়ুন কবীর, লুৎফর রহমান খোকন, মহসিন মাহমুদ শাহ, ঝিন্টু দেবনাথ, পিযুষ রায় গণেষ, মোহাম্মদ সাইফুল আলম, মো. মোসলেম উদ্দিন মাস্টার, সুপক রঞ্জন উকিল, প্রভাষক স্বপন কুমার ঘোষ প্রমুখ। দোয়া পরিচালনা করেন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। অপরদিকে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করছেন ইসলামাবাদ ফাজিল মাদরাসার আরবী বিভাগের প্রভাষক হাফেজ মাওলানা মো. অলি উল্লাহ। স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ধনিয়াকান্দি ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ইসলামাবাদ ফাজিল মাদরাসার আইসি শিক্ষক মো. মাসুদ রানা, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ। একই দিনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার উদ্যোগে মোতালিব বিন আয়েতের স্মরণসভা ও দোয়ার আয়োজন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com