ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ভুয়া পুলিশকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। রোববার ভোরে উপজেলার কবীর ভুল সোমা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করার পর ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে পাঠানো হয়। জানা যায়, মোবাইলে পরিচয়ের সুত্র ধরে প্রেম তারপর প্রেমিকার বাড়িতে এসে পুলিশের এস আই পরিচয় দিয়ে বিয়ে করে অবস্থান করছিলেন মনির খান নামে এক ব্যাক্তি। সে নিজের পরিচয় দিতে গিয়ে এস আই পরিচয় ছাড়াও ভিজিটিং কার্ড বিতরণ ও পুলিশ পরিচয়পত্র দেখান। এসময় স্থানীয়দের সন্দেহ তৈরি হলে খবর দেয় ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে। খবর পেয়ে থানার এস আই উমর ফারুক রাজুর কাছে ভুয়া এস আই হিসাবে ধরা খেয়ে আটক হয়। রোববার ভোর রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার কবীর ভুলসোমা গ্রামে এমন ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে সোমবার রাতে মামলা দায়ের করার পর ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে পাঠানো হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবির ভুলসোমা গ্রামের আব্দুল খালেকের মেয়ের গত ২ ফেব্রুয়ারি বিয়ে হয়েছে একজন এস আই এর সাথে। হঠাৎ এমন ঘটনা নিয়ে গ্রামেই কানাঘুষা শুরু হয়। এর মধ্যে জামাই গ্রামে বের হয়ে নিজেকে ভৈরব থানার এস আই হিসেবে চাকুরীতে আছে বলে পরিচয় দেন। সেখানে নাম বলেন মনির খান। কিন্তু এই বিষয়টি এলাকার অনেকের সন্দেহ হলে রোববার রাতে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এস আই উমর ফারুক রাজুর কাছে এলাকার লোকজন বিষয়টি জানান। এ বিষয়ে উমর ফারুক জানান, তিনি একটি ভিজিটিং কার্ড পেয়ে রোববার শেষ রাতে ওই এস আই এর খোঁজ করতে কবির ভুলসোমা গ্রামের আব্দুল খালেকের বাড়িতে যান। সেখানে গেলে কথিত এস আই নিজেকে ভৈরব থানার এস আই পরিচয় দিয়ে অসংলগ্ন কথা বলতে থাকেন। আর তখনি বিষয়টি ধরা পড়তে থাকে। এক পর্যায়ে নিজের এস আই এর পরিচয়পত্র দেখান। তখন ওই পরিচয় পত্রের আইডি নাম্বার চেক করে ও ভৈরব থানার দায়িত্বরত ডিউটি অফিসারের কাছে জানতে পারেন এমন নামে ভৈরব থানায় কোনো এস আই নেই। পরে ঈশ্বরগঞ্জ থানার এস আই উমর ফারুক রাজুর জেরার মুখে স্বীকার করেন তিনি কোনো এস আই নন। বিয়ে করতেই এমন কৌশল করেছিলেন। এ অবস্থায় তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, তাকে আটকের পর ভুয়া এই এস আই এর নাম ধরে অনলাইনে চার্জ করলে জানা যায়, তিনি হচ্ছেন মো.আব্দুর রহমানের ছেলে এনামুল কবির মনির খান। বাড়ির ঠিকানা দেখা যায় দুইটি। একটি নেত্রকোনা সদরের নাগড়া ও অন্যটি পূর্বধলা উপজেলার হিরণপুর গ্রামের। বিষয়টি নিয়ে সোমবার রাতে তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে পাঠানো হয়েছে। এছাড়াও তাঁর নামে হত্যা মামলাসহ আরো মামলা রয়েছে।