মনোজ্ঞ সব আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন করন্দী’র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বার্ষিক ক্রীড়া আয়োজনে টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৪০টি ইভেন্টে অংশগ্রহণ করে। গত ৬ ফেব্রুয়ারি, দিনব্যাপি আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন। নান্দনিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী। ছাত্রছাত্রীদের বার্ষিক আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাকিদুল ইসলাম বাচ্চু, টিকেরবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মরিয়ম লাজবীন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফত হোসেন।
ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে শ্রেণি শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন যাতে তারা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। অনুষ্ঠানের শেষাংশে ছিলো নান্দনিক পুরস্কার বিতরণী পর্ব যেখানে বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অভিনন্দন জানানো হয় সকল অংশগ্রহণকারীদের।