কুড়িগ্রামের উলিপুরে দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার ২ লিবিয়া প্রবাসী। দেশে ফেরাতে প্রতারক চক্রের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন তাদের স্বজনরা। আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের চরগুজিমারি এলাকার কৃষক আব্দুর রবের পুত্র আজিজার রহমান দীর্ঘদিন ধরে লিবিয়ায় প্রবাস জীবন যাপন করছে। পুত্র লিবিয়া প্রবাসী হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আরেক পুত্র ময়নাল হককে সঙ্গে নিয়ে আব্দুর রব একটি প্রতারক চক্র গড়ে তোলে। স্থানীয় খেটে খাওয়া মানুষজনের মাঝে লিবিয়া গিয়ে মোটা অংকের বেতন পাওয়ার প্রলোভন দেখাতে থাকে। পিতা পুত্রের প্রতারণার ফাঁদে পা দিয়ে ওই এলাকার দেলদার হোসেনের পুত্র শাহিন বাবু (২৫) ও সোলদার হোসেনের পুত্র রুবেল মিয়া (২৩) মোটা অংকের টাকা খরচ করে লিবিয়ায় পাড়ি জমায়। সেখানে যাওয়ার পর কয়েকদিন যোগাযোগ রক্ষা করলেও পরে কোন যোগাযোগ করেনি আজিজার। ফলে লিবিয়ায় পুরোপুরি বেকার জীবন কাটতে থাকে তাদের। এমনকি বাড়িতে যোগাযোগ রাখতে অপারগ হয়ে পড়ে তারা। আজিজারের প্রতারণার বিষয়টি জানতে পারে ওই দুই প্রবাসী। একপর্যায়ে বাড়িতে যোগাযোগ হলে তাদের সঙ্গে প্রতারণার বিষয়টি জানিয়ে দেশে ফেরার আকুতি জানান তারা। সন্তানের আকতির পর তাদেরকে ফিরিয়ে আনতে গত ৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন প্রবাসী শাহিনের পিতা দিলদার হোসেন।