রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের স্কুল শাখা-মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। সম্প্রতি অনুষ্ঠিত মনোমুগ্ধকর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুলটির ইংরেজি ভার্সন জুনিয়র সেকশন সেক্টর-১৪ ক্যাম্পাসের শিশু শিক্ষার্থীরা। এবছর প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিলো ‘ছাত্রছাত্রীদের সুস্থ ও যোগ্য করে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা’। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে অনুষ্ঠিত শিশুদের মনোজ্ঞ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভার্সন জুনিয়র সেকশন সেক্টর-১১ ক্যাম্পাসের উপাধ্যক্ষ শাবনাম সিলভিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান ইংরেজি ভার্সন জুনিয়র সেকশন সেক্টর-১৪ ক্যাম্পাসের উপাধ্যক্ষ মেজর মো. শায়খুল ইসলাম (অব.)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর-১৪ ক্যাম্পাসের সহকারি পরিচালক চমন আরা বেগম এবং সমন্বয়কারী সুরাইয়া খানম প্রমুখ।
প্রতিযোগিতার শেষাংশে উপাধ্যক্ষ শাবনাম সিলভিয়া খান এবং নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তারা অংশগ্রহণকারী ছাত্রছাত্রী, বিজয়ী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।