মৌলভীবাজার জেলা কাজী সমিতির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার। জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা বদরুল ইসলামের সঞ্চালনায় শহরের কোর্ট মার্কেটস্থিত মৌলভীবাজার জেলা কাজী সমিতির অস্থায়ী কার্যালয়ে এ জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিকাহ রেজিষ্ট্রারদের (কাজীদের) বর্তমান পরিস্থিতি নিয়ে এ জরুরি মতবিনিময় সভায় নিকাহ রেজিষ্ট্রারদের (কাজীদের) বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এ কে এম বদরুল হক। বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল মনাফ ও কাজী মাওলানা গৌছ আলী, বড়লেখা উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা রফিক উদ্দিন চৌধুরী ও কাজী মাওলানা রুহুল আমিন, মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা ইউসুফ শরীফ, রাজনগর উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল আজিজ ও কাজী মাওলানা লুৎফুর রহমান, কমলগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল হামিদ, জুড়ী উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মখলিছুর রহমান ও কাজী মাওলানা সাইফুল কবির। সভায় মৌলভীবাজার জেলা কাজী সমিতির আওতাধীন অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।