ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে তিনি জানান, ‘হঠাৎ করে করোনায় আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।’ করোনা পজিটিভ হওয়ার পর বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।