সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস-২৪ পালিত হয়েছে। শনিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নির্বাচন অফিস থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয় চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান। লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুল শুক্কুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ,আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা রাসেল দে, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, মোস্তফা বেগম গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসান, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম। সভায় বক্তারা জানান, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মুক্তিযোদ্ধাগণ, সকল জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।