পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তহুরা খানমের বিরুদ্ধে
ষড়যন্ত্রমূলক সকল অভিযোগ প্রত্যাহারের দাবিতে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকারা।
রোববার (৩ মার্চ) অধিদপ্তরের কারওয়ানবাজারস্থ কার্যালয়ে গিয়ে পরিদর্শিকারা এই
স্মারকলিপি দেন।
অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (প্রশাসন) বরাবর দেয়া স্মারকলিপিতে তারা বলেন,
পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তহুরা খানম পরিদর্শিকাদের বেতন, ভাতা ও পদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে সরব থাকায়
একটি স্বার্থন্বেষী মহলের চক্রান্তের শিকার হয়েছেন।
এই মহলটি বিভিন্ন মিথ্যা অভিযোগ উপস্থাপন করে তাকে চাকরিচ্যুতির অপচেষ্টা চালাচ্ছেন। স্মারকলিপিতে তহুরা খানমের বিরুদ্ধে আনা সব ধরনের মিথ্যা অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন পরিদর্শিকারা।
একইসঙ্গে পরিদর্শিকাদের আইনানুগ পাওনার বিষয়ে সুবিচার নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, তহুরা খানম সদর পরিবার কল্যাণ মন্ত্রণালয় ক্লিনিক, কয়রা , খুলনায় কর্মরত রয়েছেন।
পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির প্রতিষ্ঠাতা তহুরা খানম সভাপতি নির্বাচিত হওয়ার পর
হতে পরিদর্শিকাদের পদোন্নতি, আইনানুগ পাওনা এবং অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্তগুলোর বিষয়ে অত্যন্ত গোছালোভাবে আইনানুগ পদ্ধতিতে মন্ত্রণালয়, সচিব পর্যায়ে এবং অধিদপ্তরে নানামুখি যোগাযোগ চিঠি আদান-প্রদানের মাধ্যমে অধিকার আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যার মাধ্যমে পরিদর্শিকারা আশার আলো দেখতে পাচ্ছেন।