মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রঙ্গানে উজ্জীবিত ফাউন্ডেশন ১৯৮৫ এর উদ্যোগে শুক্রবার বিকাল ৩ টা সময় শিক্ষাবৃত্তি-২০২৩ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ সময় সভাপতি উজ্জীবিত ফাউন্ডেশন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মাজারুল হক তপনের সভাপতিত্বে এবং হোসেন্দী বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেফায়াত উল্লাহ খান তোতা সি. সহ সভাপতি গজারিয়া উপজেলা আওয়ামী লীগ, সাবেক চেয়ারম্যান গজারিয়া উপজেলা পরিষদ। তাছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হক মিঠু চেয়ারম্যান হোসেন্দী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খবিরুল আলম প্রধান শিক্ষক হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোলাম কিবরিয়া মোল্লা, সহ-সভাপতি উজ্জীবিত ফাউন্ডেশন, মো: মোয়াজ্জেম হোসেন সাধারন সম্পাদক উজ্জীবিত ফাউন্ডেশন, রেজাউল করিম শাহীন, কোষাধ্যক্ষ উজ্জীবিত ফাউন্ডেশনসহ ১৯৮৫ উজ্জীবিত ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। বিদ্যালয়টির শিক্ষক বৃন্দ, ম্যান্ডেজিং কমিটির সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ সময় উপজেলার ১৭টি বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ১৬ টি ট্যালেন্টফুলে বৃত্তি ২৬টি জেনারেল বৃত্তি রয়েছে।