‘সংস্কৃতি চর্চার হাত ধরে আসুক নবজাগরণ’ এ আওয়াজ তুলে রবিবার মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে জামালপুরে বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা সম্পাদক, মাটি সাংস্কৃতিক গোষ্ঠী সুলতানা ইয়াসমিন সেতু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন প্রবীন সংগীত শিল্পী সিরাজুল ইসলাম চৌধুরী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, কাব্যকথা আবৃত্তি সংগঠনের পরিচালক রবিউল ইসলাম রাসেল, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সহসভাপতি রিয়াদুল হাসান, সাধারণ মো. মেজবাউল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা আক্তার, উপদেষ্টা রহমত উল্লাহ রানা প্রমুখ। আলোচনা সভার আগে ও পরে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর পাঁচ জেলা থেকে আগত নিজস্ব শিল্পীরা গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করে। উপস্থিত তিনশতাধীক দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। আলোচনায় বক্তারা বলেন সুস্থধারার সংস্কৃতি এবং বাঙ্গালীর হাজার বছরের লালিত সংস্কৃতি চর্চা জাতিসত্ত্বার বিকাশ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। অপসংস্কৃতির গড্ডালিকা প্রবাহ বন্ধ করতে না পারলে আমাদের দৃশ্যমান ইট পাথরের উন্নয়ন ব্যর্থতায় পর্যবসিত হবে। মানুষকে জাগাতে হলে, সমাজে জাগরণ সৃষ্টি করতে হলে সংস্কৃতির আন্দোলনকে বেগবান করতে হবে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ থেকে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য, শিল্পীরা এ আয়োজনে অংশ নেন।