“গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গত ২৮ অক্টোবরের পর তীব্র সংকটকালীন সময়ে থেকে চলতি বছরের ৭ই জানুয়ারী পর্যন্ত চলাকালীন সময়ে এই ফ্যাসিষ্ট সরকারের মদদপুষ্ট বাহিনী কর্তৃক বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করতে গিয়ে রাজবন্দী হওয়া সহ রাজপথে সাহসী ভূমিকা পালনকারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাওফিল দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৫) মার্চ বিকালে দীর্ঘ ৫বছর পর নগরীর অশি^নী কুমার টাউন হলে বিসিসি’র অনমতি নিয়ে স্বাধিনতা ফোরাম বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে একর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাধীনতা ফোরাম বরিশাল জেলা শাখার আহবায়ক ও বরিশাল সদর উপজেলা শাখার সাবেক বিএনপি সভাপতি আলহাজ¦ নুরুল আমিনের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক এ্যাড. তারেক সুলাইমানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ। এখানে আরো বক্তব্য রাখেন বরিশাল মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান,বরিশাল জেলা তাঁতিদলের আহবায়ক এ্যাড,আনিসুর রহমান, মহানগর বিএনপি সিনিয়র সদস্য অ.ন.ম সাইফুল আহসান আজিম,মহানগর কৃষকদলের সদস্য সচিব সাঈদ তালুকদার,মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিঠু সহ বিভিন্ন সময়ে কারাবন্দী বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল সহ সাবেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের বরিশাল শাখা সদস্য সচিব নাজমুস সাকিব। এসময় দোয়্ ামোনাজাতের পূর্বে স্কাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ বলেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ও দেশের গণতন্ত্র উদ্ধারের আন্দোলন এখনও অব্যাহত চলমান রয়েছে। তাই আমাদের দলের ভিতর কোন মতভেদাভেদ রাখা চলবে না। আমরা যে যে অঙ্গ সংগঠনের সাথেই জড়িত আছি তাই সবাই আমরা বিএনপি নামের গাছের ছায়ায় থেকেই দল ও দেশের মানুষের গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করার সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।