রংপুরের গঙ্গাচড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় গণহত্যা দিবস সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ। আলোচনা সভার পুর্বে শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা, বিশেষ দোয়া মাহফিল ও গণহত্যার উপর প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম।