কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদ পুনর্মিলনী, বাংলা নববর্ষ বরণ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্বর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল রাতে জেলার হোসেনপুর উপজেলার শাহেদল বড়বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত নয়টায় উপজেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া’র সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদ মেম্বারর্স এসোসিয়েশন, ময়মনসিংহ বিভাগের সভাপতি মাসুদ আলম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা অনিন্দ্য মন্ডল এবং পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন।