পঞ্চগড় জেলা জজ আদালতে স্থানীয় প্রার্থীদের চাকুরীতে নিয়োগের দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে জেলার সচেতন বিজ্ঞ আইনজীবি বৃন্দ ও সচেতন নাগরিক সমাজ। এসময় বক্তব্য রাখেন, এ্যাড: আবু বক্কর সিদ্দিক, এ্যাড: আবুল খায়ের, এ্যাড: ওয়াদুর রহমান রাজনসহ আইনজীবিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পঞ্চগড় জেলা জজ আদালতে চাকুরীতে নিয়োগে পঞ্চগড় জেলার স্থানীয়দের নিয়োগ দেয়ার জন্য জোর দাবী জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।