শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

মহাসড়কে গাড়ি চালকদের শরবত খাওয়াচ্ছেন মাদ্রাসার ছাত্ররা

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

তীব্র দাবদাহে শরীয়তপুর -ঢাকা মহাসড়কে যানবাহন চালকদের বিশুদ্ধ খাবার পানির শরবত খাওয়াচ্ছেন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নড়িয়া উপজেলার রাজনগর এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত সাফিয়া বেগম নুরানি হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. রাসেল আহমেদ এর নেতৃত্বে শরবত বিতরণ করা হয়। এ সময় বাস-ট্রাক পিকআপভ্যান চালকদের তীব্র দাবদাহের মধ্যে সচেতন হয়ে গাড়ি চালাতে পরামর্শ দেয়া হয়। যানবাহন চালকরা মহাসড়কে মাদ্রাসা কর্তৃপক্ষের মানবিক এই কর্মকা-কে স্বাগত জানান। ভ্যান চালক মো.আজগর জানান,‘কাজের জন্য বাইরে আসতে হয়। এই প্রচ- গরমে আমাদের ভ্যান চালাতে খুব সমস্যা হচ্ছে। শরীরে ঘাম ঝরে গলা শুকিয়ে যায়। এমন ব্যতিক্রম উদ্যোগে এই ঠা-া শরবত পান করতে পেরে খুব শান্তি লাগলো। পথচারী রফিকুল ইসলাম জানান, কাজে এসেছিলাম বটতলা বাজারে। গরমে খুব তৃষ্ণা লাগছিলো। এই ঠা-া শরবত খেয়ে শরীরে স্বস্তি ফিরে এলো। তাদের এ উদ্যোগ প্রশংসনীয়। বাস চালক আবুল হোসেন জানান,তীব্র এই গরমে প্রচুর পানি পান করা দরকার হলেও সেই সুযোগ আমরা পাইনা। মাদ্রাসার হুজুরদের এই শরবত খাওয়ানোর উদ্যোগকে স্বাগত জানাই। রাজনগর সাফিয়া বেগম নুরানি হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. রাসেল আহমেদ জানান, কয়েকদিন ধরে তীব্র গরম। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে তীব্র গরমে বিশুদ্ধ পানির জন্য অনেক চালকরা হাহাকার করেন। রাস্তায় বের হলে প্রচ- গরমে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাদের কথা ভেবেই শরীর শীতল রাখতে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি। এবিষয়ে রাজনগর ইউপি চেয়ারম্যান মো: আবু আলেম মাদবরের সাথে কথা হলে তিনি খবরপত্রকে বলেন,মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়। আমি নিজেও উদ্যোগটি নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। মাদ্রাসা কর্তৃপক্ষ আমার কাছে আসলে আমি তাদের সাহায্য সহযোগীতা করার চেষ্টা করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com