খাগড়াছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রশিক নগর দাখিল মাদ্রাসা ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন মাদ্রাসাটির সুপার মাওলানা মোঃ আজিজ উদ্দিন। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন এ সম্মাননা প্রদান করেন। জানা যায়, মাওলানা মোঃ আজিজ উদ্দিন ২০০৫ সালের ফেব্রুয়ারী মাসে অত্র প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে ইতোপূর্বে উপজেলা পর্যায়ে ৫ বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। মাওলানা মোঃ আজিজ উদ্দিন জানান, তিনি মাদ্রাসাটিতে যোগদানের পর শিক্ষার্থী বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক-কর্মচারী নিয়োগ, প্রশিক্ষণের ব্যবস্থাসহ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন। তাছাড়া তিনি সরকারি-বেসরকারি দাতা ও প্রতিষ্ঠান আয় বৃদ্ধি করেছেন। স্বচ্ছ ও পরিচ্ছন্নভাবে প্রতিষ্ঠানকে সাজানোর পাশাপাশি তিনি নিরলসভাবে এ প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি এ বছর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।