বাগেরহাটের চিতলমারীতে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুবোল হালদার(৬৫)নামের এক কৃষক পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুবোল হালদার চিতলমারী উপজেলার সীমান্তবত্তী বাগেরহাট সদও উপজেলার নগর মান্দ্রা গ্রামের মৃতঃ সন্তোষ হালদারের ছেলে। তার প্রতিপক্ষরা হলেন ফকিরহাটের আড়পাড়া গ্রামের আবু তালেব মোড়লের ছেলে ওবায়দুর মোড়ল(৫৫), চিতলমারী উপজেলার সন্তোশপুর গ্রামের মৃতঃ মোসলেম শিকদারের ছেলে মনজুর শিকদার(৬০), মৃতঃ দানেশ মোড়লের ছেলে এসকেন্দার মোড়ল(৬৮), মনজুর শিকদারের ছেলে রাজু শিকদার(২৮) ও এসকেন্দার মোড়লের ছেলে রাসেল মোড়ল। সুবোল হালদার এদের বিরুদ্ধে চিতলমারী থানায় একটি জিডি করেছেন।জিডি নং- ১০১৯ তারিখ ২২.০২.২০২৪। বুধবার(৮ মে) দুপুরে সুবোল হালদার সাংবাদিকদের জানান সন্তোষপুর গ্রামের তার দাদু গনেশ হালদার মৃত্যুর পর ছেলে আশীষ হালদারের কাছ থেকে চিতলমারী এসআর অফিস দলিল নং-৩৮৪/১৮ মুলে বিগত ২০.০২.২০১৮ সালে ৪৭ নং-বালিয়া ডাঙ্গা মৌজার ১৯ একর জমির মধ্য থেকে ১৪ একর জমি পাওয়ার অব এটর্নি করে নেন। ওই জমি উপরোক্ত প্রতিপক্ষরা জোর পুর্বক ভোগ দখল করায় তিনি উচ্চ আদালতের সরনাপন্ন হন। আদালত সুবোলের পক্ষে রায় দিলেও তিনি ওই জমি ভোগ-দখল করতে পারছেন না। বরং প্রতিপক্ষরা তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন বলে জানান। তিনি এ ব্যপারে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যপারে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীশ চন্দ্র বালা,বীব মুক্তি যোদ্ধা দেব দাস হালদার, আব্দুল আজিজ, বিকাশ হালদার, বরুন হালদার ও মনিরুলসহ অনেকে জানান ঘটনা সত্য। সুবোলকে পথে-ঘাটে দেশ ছেড়ে যাওয়া ও প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে। এব্যপারে মুনজুর শিকদারের ছেলে রাজু শিকদার বলেন সুবোলকে আমরা চিনিনা। তার সাথে আমাদের কোন বিরোধ নাই।