সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

আবারও ‘আওয়ামী লীগের সাজানো বিষ্ফোরক মামলায়’ পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়ক-১ কারাগারে

আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪

পিরোজপুরে আবারও আওয়ামীলীগের সাজানো বিষ্ফোরক মামলায় জেলা যুবদলের সদস্য সচিব সহ সিনি: যুগ্ম আহ্বায়ক-১ কারাগারে। জানা গেছে ১৩ মে পিরোজপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জেলা যুবদেলর সদস্য সচিব এমদাদুল হক মাসুদ ও জেলা যুবদলের সিনি: যুগ্ম আহ্বায়ক তুষার স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব অহিদুজ্জামান লাভলু গাজী সহ অসংখ্য নেতা-কর্মী কোর্টে উপস্থিত ছিলেন। আসামীর পক্ষে আদালতে মুখ করেন এ্যাড: খায়রুল বাশার শামীম, এ্যাড: আকরাম আলী মোল্লা, এ্যাড: নিয়াম, এ্যাড: অহিদুজ্জামান বাবু। আদালতের নিকট আসামী পক্ষের আইনজীবিরা জামিনের আবেদন করে দীর্ঘ সময় শুনানী করেন এবং মামলাটি একটি সাজানো বানোয়াট মিথ্যা বলে দাবি করেন এবং বলেন, ঐ মামলাটিতে উক্ত আসামীরা মহামান্য হাইকোর্টের জামিনে রয়েছেন।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজানো ও মিথ্যা এ মামলাটি সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব সংবাদকর্মীদের জানান, ২০২৩ সালে জেলা যুবদলের কমিটি ঘোষণা করার পরে ঢাকা থেকে পিরোজপুরে ফেরার পথে শান্তিপূর্ণ ভাবে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নিয়ে আসার সময় নাজিরপুর উপজেলা সদরে আসলে অতি উৎসাহী ছাত্রলীগের একটি গ্রুপ ঐ বহরে হামলা চালিয়ে ব্যপক ক্ষয়-ক্ষতি করে ও ছাত্রদল যুবদেলর ডজন খানেক তেনাকে আহত ও করে। পরবর্তীতে নিজেদের অপরাধ ঢাকতে গিয়ে নাজিরপুর থানায় একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করে যার জি আর ১০৪/২৩।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com