সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

এত ছোট লিচু এত দাম! তবুও মুহূর্তেই বিক্রি

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

রংপুরে বাজারে উঠেছে মেসুমি ফল লিচু। তবে এসব লিচুর বেশির ভাগই অপরিপক্ক। বছরের নতুন ফল হওয়ায় সবার দৃষ্টি লিচুর দিকে। প্রতি ১০০টি লিচু বিক্রয় হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। বাজারে দেখা যাচ্ছে অপরিপক্ক লিচু বেচাকেনা হচ্ছে। বাজারে কয়েকটি দোকানে লিচু সাজিয়ে রাখা হয়েছে। সেই লিচু ক্রয় করতে ভিড় করছে ক্রেতারা। এক লিচু বিক্রেতা বলেন, প্রতিবছর নতুন যেকোনো ফল উঠলে বাজারে সবার আগে আনার চেষ্টা করি। কারণ দামটা যেমন ভালো থাকে ও দ্রুত সময়ের মধ্যে বিক্রয় হয়। এতে লোকসানের শঙ্কা থাকে না। এবারও প্রথমে বাজারে মাদ্রাজি নেপালি জাতের লিচু এনেছি। এইসব লিচু দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী এলাকার বাগান থেকে আনা হয়েছে। তিনি আরও বলেন,লিচু বাজারে আসতো আরও কয়েকদিন পরে। তবে বাগান মালিকরা বলেন, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে অন্যান্য বছরের মতো এবার লিচুর ফলন তেমন একটা ভালো হয়নি। তাছাড়া বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় হচ্ছে, এতেও ফলনে বিরূপ প্রভাব পড়ছে। ফলে লিচুগুলো আগাম বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ১০০টি লিচু বিক্রয় করলে খরচ বাদে ২০ টাকা লাভ হবে। প্রথম বলে অল্প করে এনেছিলাম। ভেবেছিলাম বিক্রয় হবে কিনা, এত ছোট লিচু এত দামে! আনার পরে দেখলাম, মুহূর্তেই লিচুগুলো বিক্রয় হয়ে গেল। লিচু ক্রেতা ইয়াছিন আলী বলেন, মেয়ের বাড়িতে বেড়াতে যাব। বাজারে এসেছি নতুন ফল ক্রয় করতে। বাঙ্গি নিয়েছি, সঙ্গে অন্যান্য কিছু ফল নিয়ে যাবার সময় চোখে পড়ল বছরের প্রথম মেসুমি ফল লিচু। ১০০টি লিচু ২৪০ টাকা দিয়ে ক্রয় করেছি। লিচুগুলোর ভেতরে দানা অনেকটাই কম। তারপরও শখ করে ক্রয় করলাম। নাতিরা খাবে খুশি হবে। নাম প্রকাশ না করার শতে এক কৃষি কর্মকর্তা বলেন, বাগান থেকে এখনো লিচু নামানোর সময় হয়নি। লিচু নামতে আরও সময় লাগবে। এখন যদি কেউ লিচু গাছ থেকে নামায় সেক্ষেত্রে অপরিপক্ক অবস্থায় নামাচ্ছে। এসব অপরিপক্ক লিচু না খাওয়া ভালো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com