মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান সন্দ্বীপে ৫০ বছরের মধ্যেও নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার হাসিনা জোর করে রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন: রিজভী ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান মির্জা আব্বাসের নতুন বছরের শুরুতেই ইউরোপে পোশাক রপ্তানিতে চমক প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং সেবা নেবে অসকার বাংলা কোম্পানি ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ২৫তম সভা সেনাবাহিনী জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান বাংলাদেশ থেকে অর্থপাচার তদন্ত নিয়ে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার অপচেষ্টা ‘তামিম একেবারে মৃত্যুর দরজায় ছিলেন’

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে, এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। গত বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মাত্র ২৫০ গ্রাম ওজনের ড্রোন ওড়াতে অনুমতি লাগবে ৩ সংস্থার!মাত্র ২৫০ গ্রাম ওজনের ড্রোন ওড়াতে অনুমতি লাগবে ৩ সংস্থার!
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে।’ -এমন দাবি কী সত্য? সাংবাদিকের প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। তিনি বলেন, নিষেধাজ্ঞা সমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে। নিষেধাজ্ঞা সমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ উপপ্রধান মুখপাত্র।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com