ফরিদপুরের নগরকান্দার সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন সময়ে ভূত আতংকে প্রায় ২০ জন শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর পাওয়াগেছে। রোববার দুপুরে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তার প্রথমে অসুস্থ হওয়ার পর থেকেই ভূত আতংক ছড়িয়ে পরে বিদ্যালয় এলাকায়। এমন সময় অত্র বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা ভূত দেখতে পায় এবং চিৎকার দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সাময়িকভাবে তারা অসুস্থ হয়ে পরেন। আহতরা হলেন ৬ষ্ঠ শ্রেণীর বুশরা আক্তার, মাহিয়া আক্তার, ১০ম শ্রেণীর রিক্তা আক্তার, ৬ষ্ঠ শ্রেণীর শাহানা আক্তার, রাজিয়া আক্তারসহ ২০ জন। কয়েকজনকে শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তিও করা হয়। এসময় ঘটনা স্বচক্ষে দেখতে উৎসুক জনতা স্কুলে প্রবেশ করে। এখবর এলাকায় ছড়িয়ে পরলে শিক্ষার্থীদের অভিভাবকরাও বিদয়ালয়ে ছুটে আসেন। এখবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাফী বিন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বিদ্যালয় পরিদর্শন করেছেন। এক এক শিক্ষার্থী এক এক রকম ব্যাখা দিয়েছেন ভূত দেখা প্রসঙ্গে। কেউ বলছে কালো বিশাল লম্বা, আবার কেউ বলছে লাল রংঙের, আবার কেউ বলছে আমি দেখিনাই কিন্তু আমার হাত ধরে টান দিছে, কাউকে আবার ধাক্কা দিছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিঞা বলেন প্রচন্ড গরমের কারনে শিক্ষার্থীরা হয়তো চোখে ঝাপসা দেখেছেন। তবে ভূতের ঘটনা কাল্পনিক ছারা আর কিছুইনা। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ জয়দেব কুমার সরকার বলেন এরম ঘটনার খবর শুনে একটি মেডিকেল টিম বিদয়ালয়ে পাঠিয়েছি। ঘটনা তদন্তের জন্য মাধ্যমিক কর্মকর্তা মোঃ ফজলুল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাফী বিন কবির।