ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে তারাকান্দা (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোবায়ের হোসেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিরন্তর কাজ করে চলেছে।
সকল কাজে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সকল চ্যালেঞ্জের মোকাবিলা করে তারাকান্দা পল্লী ও উপজেলা সদর এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে রোল মডেলের দৃষ্টান্ত স্থাপন করেছে এলজিইডি তারাকান্দা ময়মনসিংহ। তারাকান্দা এলজিইডি কার্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ২০২৩/২৪ অর্থ বছরে ৬৫টি নতুন রাস্তার অনুমোদন হয়েছে। তার বিপরীতে প্রতি কিলো মিটার প্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয় নির্মিত হবে পাকা সড়ক। ১৭ কোটি টাকা ব্যয়ে ৫টি গুরুত্বপূর্ণ ব্রীজ নির্মাণ কাজ চলমান রয়েছে প্রায় কোটি টাকা ব্যয়ে ৪টি কালভার্ট নির্মাণ কাজও চলমান রয়েছে। ২৩ কিলোমিটার রাস্তা মেরামতের কাজের বিপরীতে ১৬ কোটি টাকার বরাদ্দ রয়েছে। এছাড়াও উপজেলায় মোট ৮৮টি প্রাথমিক বিদ্যালয় ৭১ টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের প্রাক্কলিত মূল্যে প্রায় ৬৫ কোটি টাকা তার মধ্যে ৪৭ টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ২৪টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ চলমান রয়েছে। জানা গেছে,উপজেলা প্রকৌশলী মোঃ জোবায়ের হোসেন যোগদানের পর থেকে,স্বচ্ছতা ও জবাবদিহিতার তথ্যপ্রযুক্তি ব্যবহার’র মাধ্যমে ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের কাজ সম্পন্ন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রাস্তা নির্মাণ ও সংস্কার ও নির্মাণ টেকসই অবকাঠামো শতভাগ কাজ নিশ্চিত করেছেন। এর ফলে উন্নয়েনের সুফল পাচ্ছে স্থানীয় এলাকাবাসী। তারাকান্দার এলজিইডির উন্নয়ন বিষয়ে কামারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাইমুর রহমান উজ্জ্বল জানান, আমার ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তা পাকাকরণের ফলের জনসাধারণের যাতায়াত ব্যবস্থায় স্বস্তি ফিরে এসেছে এবং কিছু রাস্তার কাজ চলমান রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোবায়ের হোসেন জানান,বর্তমান সরকারের ‘আমার গ্রাম,আমার শহর’ ভিশনকে সামনে রেখে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে তারাকান্দা-ফুলপুর আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চেয়ারম্যান শরীফ আহমেদ এর পরামর্শক্রমে এবং ময়মনসিংহ (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এনায়েত কবির নির্দেশনায় তারাকান্দার সকল নির্মাণ কাজ দুর্নীতি অনিয়মকে ঊর্ধ্বে রেখে স্বচ্ছতার মাধ্যমে দ্রুততার সাথে তারাকান্দা উপজেলার উন্নয়নের মহাযজ্ঞ এগিয়ে চলছে।