শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

ভোট দিতে পারলেন না স্বস্তিকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪

ভোট উৎসবে মেতে উঠেছে সমস্ত ভারতবাসী। শেষ দফার ভোটেও বেশির ভাগ ভোটারের উপস্থিতি দেখে যায়। সাধারণ জনগণের পাশাপাশি ভোট দিয়েছেন জনপ্রিয় তারকারাও। কিন্তু বিপত্তিতে পড়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ভোট দিয়ে গিয়ে দেখেন ভোটার লিস্টে তার নামই নেই। যা নিয়ে বেশ বিরক্ত হলেন এই অভিনেত্রী। এমনকি ক্ষোভ ঝাড়লেন সোশ্যালমিডিয়ায়। ভোট দিতে পারেননি তার বোন অজোপাও। তাই বোনের সঙ্গে একটি ভিডিও রেকর্ড করে হতাশা প্রকাশ করেছেন তিনি। অভনেত্রী বলেন, খুবই অসহ্য লাগছে।

কারণ, আমি আর আমার বোন দুজনই ভোট দিতে গেলাম। গলফ গার্ডেন এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুলে ভোট হয়। এরআগেও আমরা ভোট দিয়েছি। এখন গিয়ে শুনলাম আমাদের নাকি লিস্টেই নাম নেই। আমার বোনের ভোটার কার্ড আছে। আমারটা হারিয়ে গেছে। কিন্তু ওর ভোটার কার্ড থাকার পরও লিস্ট থেকে নাম কীভাবে উড়ে গেছে। তিনি আরও বলেন,আমার মা ২০১৫ সালে মারা গিয়েছেন। আমার বাবা ২০২০ সালে মারা গিয়েছেন। ওনাদের নাম আছে। এমনকি আমাদের বিল্ডিংয়ের যত সিনিয়ার সিটিজেনরা আছেন, তাদের সবার নাম আছে। কিন্তু আমাদের নাম নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com