সড়কের বেশির ভাগ অংশ বিধ্বস্ত হয়ে গেছে। কিছু কিছু স্থান যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। উঠে গেছে সড়কের পিচঢালাই। কোথাও কোথাও ইট-সুরকিও নেই। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ব্যস্ততম কাঞ্চননগর সড়কের এমন বেহাল দশার চিত্র এগুলো। কাঞ্চননগর তেমুহনী বাজার থেকে মানিকপুর বাইন্যাছোলা ব্রীজ পর্যন্ত সড়কটির প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশ দীর্ঘ ১ যুগেরও বেশী সময় ধরে সংস্কার না হওয়ায় চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়কে প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এদিকে বার বার টেন্ডার হলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা বলে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, ২০০৯ সাল থেকে অনেক এমপি, চেয়ারম্যান, মেম্বার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের কপালের দু:খ এই সড়কের বেহাল দশার কোন পরিবর্তন হচ্ছে না। উপজেলা এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ জানান, সড়কটির সংস্কারের জন্য এই পর্যন্ত ৪ বার টেন্ডার হয়েছে। আগের ৩ বারের টেন্ডারে মন্ত্রণালয়ের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সংস্কারের খরচের টাকার মিল না হওয়ায় তা বারবার পিছিয়ে গেছে। সর্বশেষ টেন্ডারে ২ ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার অংশ নেয়। আশাকরি এবার কাজটি হয়ে যাবে। দূর্ভোগ লাগবের জন্য সড়কটি দ্রুত সংস্কারে নব নির্বাচিত এমপি খাদিজাতুল আনোয়ার সনি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরীসহ সংশ্লিষ্ট সকলের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসীরা।