বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

সেনবাগে হরেক রকম ফলের সমারোহে ফল উৎসব

মোঃ হারুন সেনবাগ
  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪

নোয়াখালীর সেনবাগে ব্যাতিক্রমধর্মী আয়োজনে দেশী বিদেশি নানান জাতের ফলের সমারোহ নিয়ে ফল উৎসবের আয়োজন করেছে সেনবাগ পৌর শহরের কলেজ রোডে অবস্থিত আল- জাহিদ ইসলামিয়া মাদ্রাসা। বুধবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসে এই ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের হিফজুল কুরআন বিভাগের মেধাবী ছাত্র আহমাদ ইবনে জাহিদ। এমাম হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশিদ আলম। উক্ত ফল উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মাদ্রাসার প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌসের, মাওলানা মোয়াজ্জেম বিন মোশাররফ এবং তারিক বিন মাহমুদ সহ সেনবাগের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও স্হানীয় সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি সাইফুল ইসলাম বাবু-আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষা ব্যাবস্থা এবং ফল উৎসবের মত এমন একটি ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং উক্ত আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তব্য শেষে সকল অতিথিগন ফল উৎসবের স্টল গুলো ঘুরে দেখেন, স্টল গুলোতে ছিলো নানান ধরনের ফল যেমন আম,জাম, লিচু, কলা, আনারস, পেয়ারা সহ বহু ফল ফলাদী হারিয়ে যাওয়া বহুফল যেমন আঞ্চলিক ফল কাউ, ডেউয়া, ডুমুর সহ নানান ফল ফলাদী। ছাত্র ছাত্রীরা অতিথিদের মাঝে বাহারী ধরনের ফল ফলাদী উপহার দেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সর্বোচ্চ ফল ফলাদী নিয়ে ১ম, ২য়, ৩য় স্থান অধিকার কারী সহ সকল অংশগ্রহণ কারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরুস্কার তুলেদেন। অত্যন্ত সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে আয়োজিত ফল উৎসবটি সম্পন্ন হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com