মানুষ এখন প্রকাশ্যে কান্না করতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল।
রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের প্রতি যে স্থায়ী ছাপ রেখে গেছেন এটি শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা হাজার রকম চেষ্টা করেও মুছে ফেলতে পারেনি। তিনি যা অর্জন করেছেন তা আওয়ামী লীগ নেতাদের নেই। ওদের নেই বলেই, ওরা অপপ্রচার করে।
স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- এ তথ্য জানিয়ে রিজভী বলেন, একথা তো আওয়ামী লীগের অনেক মন্ত্রী-নেতা স্বীকার করেছেন। এটাকে অস্বীকার করবে কি করে? জোর করে ওরা এটাকে মিথ্যা বানানোর চেষ্টা করে। ধমকি দিয়ে হুমকি দিয়ে আদালতকে কব্জায় নিয়ে এরা ইতিহাস বিকৃত করে। এভাবে করলে কি আসল ইতিহাস ভুলিয়ে দেয়া যাবে? কখনো যাবে না, যায়নি, এটা কখনো ভবিষ্যতে সম্ভব হবে না। ডক্টর ইউনুস সাহেবরা এ সরকারের কাছে সম্মানিত ব্যক্তি নন জানিয়ে তিনি বলেন, সরকার সরকারের কাছে সম্মানিত ব্যক্তি হচ্ছেন বেনজীর-আজিজ।