শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

রায়পুরায় ভূমিসেবা সপ্তাহ শুরু, দেওয়া হচ্ছে ভূমি বিষয়ক সকল সেবা

মনিরুজ্জামান (রায়পুরা) নরসিংদী
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে নরসিংদীর রায়পুরায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে রায়পুরা উপজেলা ভূমি কার্যালয়ের সামনে স্টলের মাধ্যমে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদ, ভূমি বিষয়ক অভিযোগসহ সবধরনের সেবাগ্রহণ করতে পারবেন। রবিবার (৯ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় উপজেলা মাঠে এসে সমাপ্ত হয়? শোভাযাত্রা শেষে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামালগীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সেক্টর ফোরামের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহায়ক ও সাংবাদিকবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com