ঈদগাহ মাঠে যেতে
নূরুন্নাহার নীরু
ঈদগাহ মাঠে যেতে পথে পড়লো নবীর চোখে,
এক কোনেতে কাঁদছে বসে দুঃখীর মতন ও কে?
আজকে দিনে এমন দৃশ্য দেখবে নাতো সমাজ,
বুঝতে হবে শিশুর কষ্ট নাই কেনরে তার সাজ৷
পরম স্নেহে কাছে নিয়ে শুধালেন নবীজি, কি দোষেতে কাঁদছো বাবা কে তোমার আব্বিজী?
কষ্টে শিশু জানিয়ে দিল বাবা নেই যে তার,
শহীদ হলেন যুদ্ধে গিয়ে মায়ের সাধ্যে আঁধার৷
কে খাওয়াবে কে পরাবে এমনযে নেই আর ,
তাইতো বসে কাঁদছে শিশু মিছেই হলো ঈদ যার৷
দয়াল নবী, নূরের নবী নূরুন আ’লা নূর, তুলে দিলেন আয়েশা মাকে করতে কষ্ট দূর৷
পেটটি ভরে খাইয়ে দিয়ে নতুন জামা গায়ে, বললেন হেসে আমিই মা, দুখ রেখো না মায়ে৷
ঈদ যে শুধুই আমারই নয়, নয়কো কারো একার,
ধরার বুকে ঈদের খুশী আছেন খোদা দেখার৷
জবাবদিহি করতে হবে এ দিনটার ও তরে ,
দয়া প্রেমের শিশির পড়ুক সবার উপর ঝরে৷