শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

ধনবাড়ী পৌর শহরে যানজট কমিয়েছে অস্থায়ী ডিভাইডার

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪

যানজট ও সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি পেতে টাংগাইলে ধনবাড়ী শহরে অস্থায়ীভাবে ধনবাড়ী পৌরসভা মেয়র মনিরুজ্জামান বকল (ডিভাইডার) স্থাপন করেছে। পৌর শহর সহ ৭ ইউনিয়ন এবং আশপাশর উপজেলার লক্ষাদিক মানুষের যাতায়াত এ শহরের উপর দিয়ে। প্রধান সড়কের দুই পাশে গড়ে উঠেছে অফিস-সুপার মার্কেট ও সরকারি-বেসরকারি নানান ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়াও সড়কের ফুটপাতজুড়ে রয়েছে ভাসমান দোকানের হিড়িক। এ কারণে হরহামেশা লেগেই থাকে যানজট, ঘটে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে ধনবাড়ী পৌর শহরে প্রাণকেন্দ্র ধনবাড়ী অস্থায়ী বাস স্ট্যান্ডে ছিল চোখে পড়ার মতো যানজট। এতে করে ভোগান্তিতে পড়তো ধনবাড়ী উপজেলার সহ ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালগামী সাধারণ রোগী, গর্ভবতী মা, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ঈদ শেষে কর্মমুখী ফেরত মানুষ ও সাধারণ যাত্রীরা। সম্প্রতি যানজট ও সড়ক দুর্ঘটনা এড়াতে পৌর মেয়র এর উদ্যোগে অস্থায়ীভাবে ডিভাইডার বসিয়েছে। এতে যানজট আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। সুফল পাচ্ছে পৌরবাসী। এমন উদ্যোগে ধনবাড়ী পৌর মেয়র মনিরুজ্জামান বকল কে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও পথচারীরা। এ বিষয়ে ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন বলেন, ‘এই বাস স্ট্যান্ড দিয়ে ইউএন ও অফিস, হাসপাতাল, প্রধান ডাকঘর, সোনালী ব্যাংক, সাব-রেজিস্ট্রার অফিস, মহিলা কলেজ ,হাইস্কুল,মাদ্রাসা, থানা ও বিভিন্ন অফিসে যাতায়াত করেন মানুষ। সড়কের ওপরে অটোরিকশা, রিকশা ও ভ্যান দাঁড় করিয়ে রাখার ফলে সব সময় যানজট লেগেই থাকে। কিন্তু গত কয়েক দিন থেকে দেখছি বিভাজক বসানোর ফলে রাস্তায় যানজট অনেকটা কমেছে। আগের তুলনায় এখন নিয়মতান্ত্রিকভাবে সড়কের দুই পাশ দিয়ে যানবাহন চলাচল করছে।’ বাসচালক আব্দুল কালাম বলেন, ‘দীর্ঘদিন ধরে ধনবাড়ী শহরের এই বাসস্ট্যান্ড থেকে বাস চালাচ্ছি। একটি রাস্তা দিয়েই বাস-ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করে। তবে বাস স্ট্যান্ড এলাকায় নিজের ইচ্ছামতো যেখানে সেখানে ভ্যান, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ভটভটি থামিয়ে যানজট তৈরি করে। আবার অনেকেই ওভারটেক করে গাড়ি চালিয়ে যায়। বর্তমানে এই এ বাসস্ট্যান্ডে বিভাজক দেওয়ায় দুই দিক দিয়েই যানবাহনগুলো সারিবদ্ধভাবে চলাচল করছে।’ ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন তালুকদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন, বাসস্ট্যান্ডের এই অস্থায়ী বিভাজক স্থায়ীভাবে করলে আমার কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হতো।’ অস্থায়ী ডিভাইডার স্থাপন প্রসঙ্গে ধনবাড়ী পৌরসভা মেয়র মনিরুজ্জামান বকল বলেন, ‘আমি মেয়র হওয়ার পর থেকেই ধনবাড়ী শহরের যানজট, সড়ক দুর্ঘটনা নিরসনে কী করা যায় বিষয়টি নিয়ে কয়েকবার আমাদের ধনবাড়ী, মধুপুর থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ, দুই দুইবারের মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য কৃষি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ড. মো: আব্দুর রাজ্জাক এমপি মহোদয় এর সঙ্গে আলোচনা করে তার দেওয়া পরামর্শে অস্থায়ী সড়ক বিভাজক বসানো হয়। ফলে শহরে এখন যানজট অনেকাংশে কমে গেছে। তবে এমপি মহোদয়ের সাথে কথা বলে অস্থায়ী ডিভাইডারটি স্থায়ী করার ব্যবস্থা করবো। প্রায় এক যুগ পর ধনবাড়ী পৌরসভা এই ভিন্নধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যানবাহনের চালকরা। তাদের দাবি, সড়ক বিভাজক স্থাপনের ফলে কমেছে যানজট ও দুর্ঘটনা। এটি স্থায়ীকরণের দাবি জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com