ঝিনাইগাতী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৪ শে জুন রোজ রবিবার দুপুর ১২টার সময় এ অনুষ্ঠানটি পালন করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, রেলী আলোচনা সভা, বিশেষ মোনাজাত এবং কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি পালন করা। শেরপুর তিনের এমপি এ ডি এম শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেলিটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়ের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে হাসপাতাল গেট ঘোরে উপজেলা পরিষদ চত্বর গিয়ে পুনরায় ওই কার্যালয়ে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আমলীগের সাবেক সহ-সভাপতি এবং সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন মিয়া, মহিলা আওয়ামী লীগের আহবায়ক আইশা সিদ্দিকা রুপালি , অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোঃ শাহ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেছমিন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মী যুবলীগের নেতাকর্মী, কৃষকলীগের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, যুব মহিলা লীগের নেত্রীগণ তাঁতী লীগের নেতাকর্মী, এবং শ্রমিকলীগের নেতাকর্মীরা দলবেঁধে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে যোগ দেন। কেক এবং মিষ্টি বিতরণের মাধ্যমে অতিথিদের ও নেতাকর্মীদের আপ্যায়ন করা হয়।