বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর মোহাম্মদপুরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ যোহর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীরা মিলাদ ও দোয়ায় অংশ নেন। পরে গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মো: মাহবুবুল ইসলাম, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, সাবেব ছাত্র নেতা মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কাওসার, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা জাকির হোসেন, মো: ইব্রাহীম, হাসিবুল রাজ শাওনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেগম খালেদা জিয়াকে গত শুক্রবার রাত ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা চলছে। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের ৯ আগস্ট বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন ৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন।