মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এর কেন্দ্রীয় মিলাদ কিয়াম শেষে বাংলাদেশকে একটি স্বচ্ছল,শান্তিময়, সংঘাতহীন,মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে কবুল করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ জানান গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)-র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ)। এ সময় তিনি বিশ্বের সমস্ত মজলুমের মুক্তি ও শান্তিও কামনা করেন। গত ২৮জুন পবিত্র জুমাবার বাদে জুমা তিনি তাঁর মুনাজাতে বলেন, হুজুর গাউসুল আজম মাইজভা-ারী (কঃ)-র ত্বরীকার আদর্শ, শিক্ষা দর্শন, শান,আজমত এবং বিশ্বজনীন-সার্বজনীন যে ইসলাম, সনাতন যে ইসলাম, মৌলিক যে ইসলাম, যে ইসলাম বিশ্বের কল্যাণের জন্য এসেছে, বিশ্বের শান্তি স্থাপনের জন্য এসেছে, ন্যায়বিচার স্থাপনের জন্য এসেছে, বিশ্বের প্রতিটি মানব সন্তানের অধিকার নিশ্চিত করার জন্য এসেছে-যেই শিক্ষা আমরা গাউসুল আজম মাইজভা-ারী (কঃ)-র ত্বরীকার মধ্যে পেয়েছি। সেই শিক্ষা যাতে আমরা দিকে দিকে পৌঁছে দিতে পারি,সেই তৌফিক কামনা করে মহান আল্লাহ্-র দরবারে ফরিয়াদ করেন। তিনি মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর সকল খেদমতকে কবুল করার জন্য, গাউসুল আজম মাইজভা-ারী (কঃ)-র ত্বরীকতের দাওয়াত যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারে সেই রুহানী কুরবত মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি-বাংলাদেশ এর সকল সদস্য-কে দান করার জন্য আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ জানান। তিনি বাংলাদেশের উপর রহমত বর্ষণ করার আকুল আবেদন জানান। তিনি বাংলাদেশের উন্নয়নের সুযোগে এক শ্রেণির সুযোগ সন্ধানী যে বেপরোয়া দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে তাদেরকে হেদায়েত দান করার জন্য এবং এই অবস্থা থেকে বাংলাদেশ কে পরিত্রাণ দান করার জন্য এবং এই অবস্থা মোকাবেলা করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টাকে কবুল করার জন্য,দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার তাঁর চেষ্টা কে কামিয়াবী দান করার জন্য আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ জানান। তিনি সাধারণ মানুষের কষ্টের অর্থ যে কিছু মানুষ লুঠ করে নিয়ে অপচয় করছে, এ-ই ধরনের অবস্থা হতে বাংলাদেশকে হেফাজত করার জন্য, বাংলাদেশকে একটি স্বচ্ছল,শান্তিময়, সংঘাতহীন,মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্র হিসেবে এই বিশ্বের বুকে কবুল করার জন্য এবং এর পথে যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলো দূরীভূত করে দেয়ার জন্য আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ জানান।