সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের তাহিরপুরে খাস কালেকশনের নামে দুর্নীতি: জেলা প্রশাসকের কাছে অভিযোগ নতজানু নীতির কারণে হাসিনা সীমান্ত হত্যার প্রতিবাদ করেননি খেলাধুলা শরীরিক ওমানসিক বিকাশ ঘটায় : রেজওয়ানুল হক পাটগ্রামের দহগ্রামে বন্যা কবলিত পরিবারের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তা প্রদান কালীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন ফটিকছড়িতে হামলার পর উল্টো মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ! লাকসামে ১৬৫ পরিবারকে স্পেন-বাংলাদেশ সোসাইটির নগদ অর্থ সহায়তা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নড়াইলে হরিলীলামৃত স্কুলের শিক্ষকদের সম্মানী প্রদান ফুলপুরে বন্যার মারাত্মক অবনতি রায়গঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আমার মুখটা দেখতেই গরিবের মতো, আমি কখনো গরিব ছিলাম না: নওয়াজউদ্দিন সিদ্দিকী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। শক্তিমান অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে প্রায় দুই দশক সময় লেগেছে। ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন নওয়াজউদ্দিন। যদিও তার এই জার্নিটা মসৃণ ছিল না। তার অন্যতম কারণ ‘সুদর্শন’ না হওয়া। ফলে জীবনের ঝুলিতে জমা পড়েছে অপমান আর গ্লানির গল্প।
সবকিছু পেছনে ফেলে নওয়াজউদ্দিন অর্জন করেছেন খ্যাতি ও অর্থ-বিত্ত। গুঞ্জন রয়েছে, গরিব পরিবার থেকে উঠে এসেছেন নওয়াজউদ্দিন। কিন্তু এ তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন এই অভিনেতা। তার মতে— ‘আমার পরিবার কখনো গরিব ছিল না।’ শুভঙ্কর মিশ্রাকে সাক্ষাৎকার দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ আলাপচারিতায় তিনি বলেন— ‘আমার মুখটা দেখতেই গরিবের মতো, আমি কখনো গরিব ছিলাম না।’
এক সময় অর্থের জন্য প্রহরীর চাকরি করতেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তাহলে প্রহরীর চাকরি কেন করেছেন? এ প্রশ্নের জবাবে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, “আমি বাড়ি থেকে টাকা আনতাম না। বাড়িতে সবসময়ই টাকা ছিল। কিন্তু আমি পরিবারের কাছ থেকে টাকা আনতে চাইনি। কারণ আমি আমার পছন্দের চাকরি (অভিনয়) করতাম। আর এ তথ্য বাড়িতে কেউ-ই জানতেন না। বাবা-মা সবসময়ই আমাকে টাকা দিতে চেয়েছেন। তারা বলতেন, ‘যদি সমস্যা থাকে তবে আমাদের কাছ থেকে টাকা নাও। আমাদের কাছে তুমি টাকা চাও না, আবার আমরা জানিও না তুমি কি কাজ করো।”
অনেক কাঠখড় পুড়িয়ে আজকের অবস্থানে নওয়াজউদ্দিন। ১৯৯৯ সালে আমির খান অভিনীত ‘সারফারোশ’ সিনেমায় খুব অল্প সময়ের জন্য তাকে দেখা যায়। এরপর অনেক সিনেমাতেই ছোটখাটো চরিত্রে পর্দায় হাজির হয়েছেন। রাজকুমার হিরানির ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমায় একজন পকেটমারের চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন। তবে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার মাধ্যমে আলাদা পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে ‘লা বক্স, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘বজরঙ্গি ভাইজান’সহ বেশকিছু সিনেমায় তার অভিনয় প্রতিভার প্রমাণ দেন এই অভিনেতা। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com