রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
সরকারের কাছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছি : জামায়াত আমির মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ: আসিফ নজরুল শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আস্থা নেই বাইডেনের বিশ্বের ১৩০টিরও বেশি দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ গণঅভ্যুত্থান-বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি সড়কে ১৫ ঠিকাদারের রাজত্ব শ্রমিক অসন্তোষ দূর হলে আরও মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবো : আহসান খান চৌধুরী শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন: রিজভী শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি: নারীসহ ৩ জনের মৃত্যু

রংপুর বিভাগের নব নির্বাচিত ১৬ জন উপজেলা চেয়ারম্যান ও ৩৪ জন ভাইস চেয়ারম্যানের শপথগ্রহণ

নুর ইসলাম চান রংপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ও ৪র্থ ধাপে রংপুর বিভাগের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩রা জুলাই) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আপনারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জনগণ পাঁচ বছরের জন্য আপনাদের কাছে ভোট আমানত দিয়েছেন, আপনারা এই পাঁচ বছর জনগণের সেবক হয়ে থাকবেন। কোন স্বজনপ্রীতি নয়, সকলের জন্য সম-অধিকার নিশ্চিত করবেন। উপজেলা পরিষদকে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্তর উল্লেখ করে তিনি বলেন, উপজেলা পরিষদের সেবা ও উন্নয়নের উপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তিনি নব নির্বাচিত সকল জনপ্রতিনিধিকে অনুরাগ কিংবা বিরাগের বশবর্তী না হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানে রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর, জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিন-সহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নির্বাচনি ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ-১ আদালত, রংপুর-এর সাময়িক স্থগিতাদেশ থাকায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গংগাচড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের শপথ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com