রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
সরকারের কাছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছি : জামায়াত আমির মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ: আসিফ নজরুল শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আস্থা নেই বাইডেনের বিশ্বের ১৩০টিরও বেশি দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ গণঅভ্যুত্থান-বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি সড়কে ১৫ ঠিকাদারের রাজত্ব শ্রমিক অসন্তোষ দূর হলে আরও মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবো : আহসান খান চৌধুরী শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন: রিজভী শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি: নারীসহ ৩ জনের মৃত্যু

দেবিদ্বারে ঝূঁকিপূর্ণ সেতুতে চালক ও যাত্রীদের আতংকে পারাপার

ওমর ফারুক সরকার (দেবিদ্বার) কুমিল্লা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

গোমতী সেতুর রেলিং ১৫ বছরেও সংস্কার করা হয়নি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতী নদীর উপর নির্মিত দেবিদ্বার- খলিলপুর সংযোগ সেতু। সেতুর দুই পাশের ফুটপাতের রেলিং নেই। যে অংশে রেলিং আছে সেগুলোও জরাজীর্ণ। রেলিং না থাকায় চলাচলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। দিনে আতঙ্ক নিয়ে যানবাহন চললেও রাতে চলে না। সেতুটি দিয়ে প্রতিদিন নদী পার হন এপার ওপারের ২৫টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। ১৫ বছর ধরে এমন পরিস্থিতি বিরাজ দ্রুত করছে। দ্রুত সংস্কারের দাবী জানান স্থানীয়রা। সরেজমিন গিয়ে জানা গেছে, ২০০৫ সালে সেতুটি নির্মিত হয়। দৈর্ঘ্য ১৩০ মিটার। নির্মাণকালে ত্রুটির কারণে সেতুটির মাঝের অংশ তখনই দেবে যায়। এ অবস্থায় নির্মাণকাজ শেষ দেখিয়ে বিল উত্তোলন করে ঠিকাদারী প্রতিষ্ঠান। উদ্বোধনের দুই বছর পর থেকে ভাঙতে শুরু করে সেতুর ফুটপাতের রেলিং। যা ১৫ বছরেও সংস্কার করা হয়নি। খলিলপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মুন্সি বলেন, দুটি প্রাথমিক বিদ্যালয়সহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত এ সেতু পারাপার হয়। সেতুতে দুটি গাড়ি ক্রস করতে গেলে বিপাকে পড়েন পথচরীরা। রেলিং না থাকায় যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। গোমতী নদীর বেড়িবাঁধ এলাকার বাসিন্দা ইলেকট্রিশিয়ান জাহাঙ্গীর আলম। তিনি জানান, রেলিং না থাকায় সেতুটি দিয়ে যাতায়াত করতে আমাদের আতংকে থাকতে হচেছ। ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করতে ভয় পায়। এভাবে আর কতদিন চলবে? আমরা বহুবার সেতুটি সংস্কারের দাবি করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ বলেন, উপজেলার দুইটি ইউনিয়নসহ আমাদের উপজেলার সাথে পার্শ্ববর্তী বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার কিছু এলাকার সাথে সড়ক যোগাযোগের মাধ্যম এ সেতু। বিশেষ করে বালিবাড়ি, হামলাবাড়ি, বারেরারচর, খলিলপুর, আশানপুর, জয়পুর, কামারচর, হেতিমপুর, নূরপুর, বড়কান্দা ও বুড়িরপাড়সহ প্রায় ২৫ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে এ সেতু পার হন। সেতুর রেলিং নির্মাণ ও সংস্কার অত্যন্ত জরুরি। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জানান, খলিলপুর সেতু সংস্কার বিষয়ক প্রস্তাবনা সংশ্লিষ্ট পাঠানো হয়েছে। আশা করি, শিগগিরই কাজ শুরু হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com