নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মেঘনা নদীর ভাঙ্গন রোধে একটি বেড়িবাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। রবিবার মির্জাচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এই সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মরম আলীম বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মোঃ জালাল উদ্দিন মাস্টার, ইউপি সদস্য খায়রুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুর রহমানসহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন,ইতিমধ্যে মেঘনার অব্যাহত ভাঙ্গনে মির্জারচর ইউনিয়নের ১নং ও ৩নং মৌজা সম্পূর্ণ এবং ৪নং মৌজার আংশিক নদী গর্ভে বিলিন হয়ে যায়। এ এ ছাড়াও অব্যাহত নদী ভাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বসতঘর নদীতে বিলিন হয়ে গেছে। দ্রত বেড়িবাঁধ নির্মাণ না করলে রায়পুরা উপজেলার মানচিত্র থেকে মির্জারচর ইউনিয়নের ভূ-খন্ড নদীগর্ভে বিলিন হয়ে নিশ্চিন্ন হয়ে যাবে। ফলে মেঘনার ভাঙ্গন থেকে মির্জাচর ইউনিয়ন বাঁচাতে একটি বেঁরিবাধ নির্মানের জোর দাবী জানান বক্তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন এলাকাবাসী।