আশেকানে গাউছিয়া হক ভান্ডারী বিবিরহাট শাখার কার্যালয়ে সংগঠনের মাসিক সভা ও বার্ষিক আয় ব্যায় হিসাব অনুষ্ঠান এবং অনুমোদিত নবায়নকৃত কমিটিকে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। ৬ জুলাই শনিবার বাদে এশা সংগঠনের সাবেক সভাপতি আলহাজ্ব আহমদ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদ খাঁন নতুন সভাপতি মোঃ নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন কে দায়িত্ব হস্তান্তর করেন। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ কর্তৃক আশেকানে গাউছিয়া হক ভান্ডারী বিবিরহাট শাখার ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গত ১১ জুন অনুমোদন দেওয়া হয়। নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে বলেন, সংগঠনকে আরো গতিশীল করতে সকলকে একসাথে হয়ে কাজ করতে হবে এবং রাহবারে আলম আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃজিঃআঃ) প্রকাশ মওলা হুজুর মাইজভা-ারী এর সকল প্রকার নির্দেশনা মোতাবেক নিজের এবং পরিবারের জীবন গঠন করতে সচেষ্ট থাকতে হবে। পরিশেষে মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।