কুমিল্লার দেবিদ্বার উপজেলা কৃষি পুনবাসনও বাস্তবায়ন কমিটির আয়োজনে খরিপ-২ রোপা আমন আবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে ১৪শ’ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ধানের কেজি বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরন করেন প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ। দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে এবং সহকারী কৃষি অফিসার মোঃ ওয়াদুদ এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল-কাইয়ুম। স্বাগত বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা কৃষিবিদ বানিন রায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইউছুফপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষক মোঃ জাকির হোসেন মুন্সি ও মোঃ কামাল হোসেন প্রমূখ।