গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক শাখা) জনাব অধ্যাপক সৈয়দ জাফর আলী, পরিচালক (ট্রেনিং) জনাব অধ্যাপক প্রবীর কুমার ভট্টাচার্য, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব অধ্যাপক এ. কিউ. এম শফিউর আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা নিবার্হী অফিসার জনাব মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) জনাব সৈকত রায়হান সহ টু্ঙ্িগপাড়া উপজেলাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের (৪০/৫০) অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেনের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু সহ ১৯৭৫ এর ১৫ ই আগস্ট পরিবারের শহীদ সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি সমাধিতে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য ও স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন বর্তমান শিক্ষা কারিকুলাম ছাত্রছাত্রীরা ভালোভাবে নিয়েছে এবং তারা এই শিক্ষা কারিকুলামে অনেক কিছু শিখতে পারছে। বর্তমানে শিক্ষকরা এই শিক্ষা কারিকুলাম খুব সহজেই ছাত্রছাত্রীদের মাঝে পাঠদান করতে পারছে। যারা আগের শিক্ষক আছে তাদের হয়তো এই কারিকুলামটা নিতে সময় লাগছে। সবকিছু অভ্যাস ধীরে ধীরে কারিকুলাম অভ্যস্ত হয়ে যাবে। অভিভাবকদের সম্পর্কে বললেন বিগত দিনের শিক্ষা ছিল ছাত্রছাত্রীরা শিক্ষকদের এবং অভিভাবকদের খুব ভয়ে ভয়ে থাকতো এবং চাপে থাকতো বর্তমান শিক্ষা শিক্ষার্থীরা আনন্দের সাথে উপভোগ করে শিক্ষা গ্রহণ করছে। বর্তমান শিক্ষা কারিকুলাম বিশ্বের অনেক দেশেই চালু আছে এবং আমাদের পাশের দেশগুলোতেই এই শিক্ষার কারিকলম চালু হয়ে যাবে। তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি কর্মচারীদের বেতনের উদ্দেশ্যে বলেন এগুলো আমরা মন্ত্রণালয়ের কথা বলে তাদের জন্য একটা সুব্যবস্থা করব।