মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেছেন বীর মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক মহিউদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে তিনি ‘মুক্তিযুদ্ধের চেতনা’ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে মহিউদ্দিন আহমদ লিখেছেন, ‘আমি যখন স্বাধীনতার স্লোগান দিয়েছিলাম, তুমি আমাকে হঠকারী বলেছিলে। আমি যখন মুক্তিযুদ্ধ করি, তখন তুমি ঘরে বসে তামাশা দেখছিলে। কখনো ভাবোনি, দেশটা সত্যি সত্যিই স্বাধীন হয়ে যাবে। এতদিন পর তুমি এসেছো আমাকে মুক্তিযুদ্ধের চেতনা শেখাতে?’
উক্ত প্রশ্নের জবাবও দিয়েছেন মহিউদ্দিন আহমদ নিজেই। লিখেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সেই অনুভূতি, যা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে বলে। এটা তোমাদের রক্তে নেই।’ পোস্টের সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত একটি ছবিও শেয়ার করেছেন তিনি।