শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

সেনাবাহিনীর সহযোগিতায় দীঘিনালা থানার কার্যক্রম শুরু

নুর হোসেন (দীঘিনালা) খাগড়াছড়ি
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর সহযোগিতায় থানায় ফিরে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ। দেশের চলমান পরিস্থিতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে চাচ্ছে বাহিনীর সদস্যরা। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী ও সর্বস্থরের মানুষের থেকে সর্বচ্চ সহযোগিতা করা হচ্ছে। ১১ আগস্ট দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় দীঘিনালা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয় এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে সর্বস্থরের মানুষের সাথে মতবিনিময় ও ব্রিফিং করেন এবং সবাইকে এখন থেকে থানায় সেবা নেয়ার জন্য আহবান করেন। ইতিমধ্যে সেনাবাহিনী সহ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বের হওয়ার পর শৃঙ্খলা ও জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। বিশেষ করে পুলিশের থানায় কাজে যোগদান করায় মানুষ আরও বেশি খুশি হয়েছে। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হক জানান, টানা চারদিন কর্মবিরতির পর বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা উপজেলার সর্বস্থরের মানুষের সহযোগিতায় আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com