শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায় নাই : ডা. শফিকুর রহমান জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : তারেক রহমান ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের? আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ মুসল্লিদের প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য অশনিসংকেত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সারা দেশে ৯৭ প্রতিষ্ঠানকে জরিমানা

কমলনগরে কালভার্ট ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ

আবছার উদ্দিন রাসেল (কমলনগর) লক্ষ্মীপুর
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

লক্ষ্মীপুরের কমলনগরে একটি কালভার্ট ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় কয়েকটি গ্রামের বসবাসকারীদের চলাচল মারাত্মক হুমকির মুখে পড়ে। দুই দিক থেকে আসা বিভিন্ন যানবাহন ভাঙা কালভার্টের সামনে এসে থমকে যাচ্ছে। জানা গেছে, উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরাজীপাড়া এলাকায় এমপির খালের মাটি ধসে দীর্ঘদিন থেকে নড়েবড়ে থাকা কালভার্টটি ভেঙে পড়ে। একদিকে মেঘনার নদীর তীব্র জোয়ার অন্যদিকে অস্বাভাবিক বৃষ্টির পানির স্রোতে কালভার্টের নিচের অংশ ভেঙে যায়। এতে স্থানীয় লোকজন উপজেলা সদর ও আশেপাশের হাটবাজার আসতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হতে পারছেনা স্থানীয়রা। বিকল্প কোনো সড়কও নেই। এতে চরম বেকায়দা পড়তে হচ্ছে ওই এলাকায় বসবাসকারীদের। স্কুল শিক্ষক আবুল হাসানাত জানান, এলাকায় আসার রাস্তাটি দীর্ঘদিন থেকে খুবই খারাপ অবস্থায় আছে। এর মধ্যে রবিবার কালভার্টটি ভেঙে যাতায়াত ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। কালভার্টটি দীর্ঘদিন ধরে নড়েবড়ে ছিল। দ্রুত কালভার্টটি সংস্কার করা প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্রা রঞ্জন দাস বলেন, তীব্র জোয়ার ও অতি বৃষ্টির কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। কালভার্টটি সংস্কারের করা উদ্যোগ নেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে কালভার্টটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com