শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

সাড়ে ২৬ বছর কারাভোগের পর জামিনে মুক্ত নাছির

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সাড়ে ২৬ বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে বাড়ী ফিরেছেন বহুল আলোচিত শিবিরের নাছির। তার পুরো নাম মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী। তিনি হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট বাজার এলাকার দোস মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত এলাহি বক্সের ছেলে। ১৯৯৮ সালের ৬ এপ্রিল চট্টগ্রাম কলেজ হোস্টেলের ছাত্রাবাস থেকে নাছিরকে গ্রেপ্তার করা হয়। গত রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, নাছিরের বিরুদ্ধে সর্বমোট ৩৬টি মামলা ছিল। যার মধ্যে ৩১টি মামলায় তিনি খালাস পেয়েছেন, ২টি মামলায় সাজাভোগ করেছেন এবং সর্বশেষ ৩টি মামলায় নাছির জামিনে মুক্ত হয়েছেন। চট্টগ্রাম দায়রা আদালত এবং বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালে তার মামলাগুলো নিষ্পত্তি হয়। মুক্তি পেয়ে এক প্রতিক্রিয়ায় নাছির বলেন, আওয়ামীলীগ সরকার যেভাবে মানুষের উপর যুলুম নির্যাতন করেছে তার থেকে দেশ ও দেশের মানুষ মুক্ত হয়েছে। সাধারণ মানুষ থেকে অধিকার কেড়ে নিয়ে যে ভূল করেছে ছাত্র জনতা তা আজ তাদের বুজিয়ে দিয়েছে। তিনি পুনরায় রাজনীতিতে ফিরবেন এবং বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য্য ধরে ধর্ম-বর্ন নির্বিশেষে সকলকে সহযোগিতার আহবানও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com