শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

শক্তিশালী দল নিয়েও ব্যাকফুটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

শক্তিশালী দল নিয়েও দাঁড়াতে পারল না বাংলাদেশ। জাতীয় দলের আদলে দল সাজিয়েও ব্যর্থ এ দল। মুমিনুল-মুশফিকরা মিলেও সোজা করতে পারেনি মেরুদ-। পাকিস্তান শাহীনসের বিপক্ষে কোনোরকমে তিন অংকের ঘর পাড়ি দিয়েছে টাইগাররা।

পাকিস্তান শাহিনস দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে ৪৪.৩ ওভারে মাত্র ১২২ রানেই গুঁটিয়ে গেছে বাংলাদেশ এ দল। এক মাহমুদুল হাসান জয় ছাড়া হাসেনি আর কারো ব্যাট। নাভিশ্বাস তুলে ছেড়েছেন পাকিস্তানি পেসাররা। ইসলামাবাদে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে দেরি হয়। এমন কন্ডিশনে ব্যাটিং করাটা সবসময়ই চ্যালেঞ্জের। তবে একমাত্র জয় ছাড়া আর কেউ পারেননি সেই চ্যালেঞ্জ উৎরাতে।
পাকিস্তানি বোলারদের তোপের মুখেও জয় তুলে নেন ফিফটি। জয় ছাড়া দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন মাত্র তিন জন। মমিনুল হক ১১, মুশফিকুর রহিম ১৪ ও রেজাউর রহমান রেজা করেন ১০ রান।
জাকির হাসান, শাহাদত হোসাইন, হাসান মুরাদ ও নাঈম হাসান আউট হন শূন্য রানে। নাসিম শাহ ও মির হামজা নেন দুটো করে উইকেট। জবাবে বৃষ্টিবিঘিœত প্রথম দিনে ২ ওভারে বিনা উইকেটে ২ রান করে পাকিস্তান শাহিনস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com