ভালো নেই বাংলাদেশ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের পূর্বাঞ্চল। পানিতে আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার সঙ্কট তীব্রতর হচ্ছে। ঘটছে মৃত্যুর ঘটনাও। ঠাঁই হারানো মানুষের সংখ্যাও কম নয়। যা দেখে ভালো নেই মোহাম্মদ রিজওয়ানের মন, বাংলাদেশের মানুষের জন্য মন কাঁদছে তার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই মুহূর্তে আছে পাকিস্তানে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেখানে অবস্থান করছে তারা। তবে সাকিব-শান্তদের মনটা পড়ে আছে দেশে। নোয়াখালী-সিলেট-কুমিল্লায় ভয়াবহ বন্যায় প্লাবিত শত শত এলাকা। যা নিয়ে অন্যান্যদের মতো মর্মাহত ক্রিকেটাররাও।
ইতোমধ্যে ভয়াবহ এই বন্যার খবর পেয়েছেন মোহাম্মদ রিজওয়ানও। পাকিস্তানি এই ক্রিকেটার চলতি সিরিজে আছেন প্রতিপক্ষ শিবিরে। তবুও বাংলাদেশের এমন মানবিক বিপর্যয়ে মর্মাহত তিনি। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বন্যার্ত মানুষের প্রতি সহমর্মিতা জানান তিনি।
রিজওয়ান লেখেন, ‘আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা বাংলাদেশের সহনশীল জনগণের সাথে রয়েছে। তারা এই বিধ্বংসী বন্যার প্রভাব সহ্য করছেন। এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের ভাই ও বোনদের সমর্থন করার জন্য পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেয়ার জন্য অনুরোধ করছি।’ পোস্টের শেষ দিকে একটি বাংলা বাক্য জুড়ে দেন রিজওয়ান। যেখানে লেখা ছিল, ‘আমরা আপনাদের পাশে আছি।’