মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম ::
দাম নিয়ন্ত্রণে চাল আমদানিতে শুল্ক কমানোর চিন্তা করছে সরকার ‘গণমাধ্যম যোগাযোগে ইসলামী মডেল’ গ্রন্থের মোড়ক উন্মোচন সবপক্ষের সাথে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে : উপদেষ্টা নাহিদ আবরার ফাহাদ হত্যা : বুয়েটে কী ঘটেছিল ৫ বছর আগে স্বৈরাচার আবার পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না : রিজভী হাজী সেলিম, সৈকত ও মানিককে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বন্যায় ফসল হারিয়ে মাথায় হাত তিস্তা পাড়ের কৃষকদের চীন-ভারত নয়, জাপানের অর্থায়ন হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু: আইজিপি

ফোনেই করতে পারবেন ‘লাই ডিটেকটর টেস্ট’

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

কেউ আপনার সঙ্গে ফোনে মিথ্যা বলছে কি না তা যদি আপনি বুঝতে পারেন তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। ‘লাই ডিটেকটর টেস্ট’ সম্পর্কে নিশ্চয়ই জানেন। অপরাধীদের কাছ থেকে সত্য কথা বের করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। একে পলিগ্রাফ টেস্টও বলা হয়। এই কাজটি আপনি আপনার ফোন থেকেই করতে পারবেন। এজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ‘লাই ডিটেকটর’ অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে মাইক ব্যবহার করার অনুমতি দিতে হবে, এবং রেকর্ড করার অনুমতি দিতে হবে।
এবার আপনার যাকে ইচ্ছা হয় কোনো একটি প্রশ্ন করুন। সেই উত্তর রেকর্ড করুন। যখন স্ক্রিনে ‘অ্যানালাইজিং’ লেখা দেখাবে তখন ‘ভলিউম আপ’ বা ‘ভলিউম ডাইন’ যে কোনো একটি বোতামক্লিক করুন। যদি ‘আপ’ বোতাম টেপেন তাহলে উত্তর ‘ট্রুথ’ আসবে এবং ‘ডাউন’ বোতাম টিপলে স্ক্রিনে ‘লাইং’ অর্থাৎ ভুল দেখাবে।
এই ধরনের অসংখ্য অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন মোবাইল ঘাঁটলেই। তাই বন্ধুদের সঙ্গে মজা করতে চাইলে এই ধরনের অ্যাপ কিন্তু হতেই পারে আপনার সঙ্গী। কিংবা প্রিয়জন মিথ্যা বললে তা সহজেই জেনে নিতে পারবেন এভাবে।
অনেক অ্যাপ আবার প্লে স্টোর ডাউনলোড করার পর প্রয়োজনীয় পারমিশন চেয়ে নেয়। এরপর এখানে বন্ধুকে প্রশ্ন করার সময় তাঁর আঙুলটি মোবাইলের স্ক্রিনে ছুঁইয়ে রাখতে হয়। টানা ৫ সেকেন্ড ছুঁইয়ে রাখতে হয় আঙুল। এর ফলে মোবাইলের স্ক্রিন ৫ বার ভাইব্রেট করবে। এবার মজার ছলে প্রশ্ন করুন। মনে রাখবেন প্রত্যেক ৫ সেকেন্ড অন্তর পরীক্ষার যে ফল আসবে তাতে প্রথমে ‘লাই’ এবং পরের বার ‘ট্রুথ’ এই ক্রমে আসবে।
তবে এসব অ্যাপ ব্যবহারে সতর্ক হতে হবে। এই অ্যাপগুলো সাধারণত থার্ড পার্টিগুলোর হয়ে থাকে। আবার হ্যাকারদের ফাঁদও হতে পারে। অনেক সময় এই সব অ্যাপে যে ধরনের অনুমতি চাওয়া হয়, তা ‘অ্যালাউ’ করলে আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়ে যেতে পারে বা নিরাপত্তাজনিত অন্য আশঙ্কা তৈরিরও সম্ভবনা থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com